মনপুরা প্রতিনিধি।ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ তাহাসিন। ছোট বেলা থেকেই বৈজ্ঞানিক প্রযুক্তির প্রতি ছিলো প্রবল আগ্রহ।সেই আগ্রহ থেকেই তাহাসিন তৈরি করেছে বিভিন্ন প্রযুক্তি।প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে স্মার্ট ডাস্টবিন(ময়লা আবর্জনা থেকে দেশকে মুক্ত রাখতে ডাস্টবিনটি তৈরি করা হয়েছে,ডাস্টবেনটির সামনে ময়লা নিলে বিনা স্পর্শে তা খুলে যায় এবং ময়লা ফেলার পর তা নিজ থেকেই বন্ধ হয়ে যায়) , স্মার্ট-বেসিন(পানির অপচয় রোধ করতে বেসিনটি তৈরী করা হয়েছে,বেসিনটির সামনে হাত নিলে তা থেকে স্বয়ংক্রিয় ভাবে পানি পরতে থাকবে এবং হাত সরানো মাত্রই পানি পড়া বন্ধ হয়ে যাবে),থিপ এলার্ম(চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে) স্মার্ট ল্যামপোস্ট(বিদ্যুৎ অপচয় রোধ করতে)।তাহাসিন ২নং হাজিরহাট ইউনিয়ন ১নং ওয়ার্ডের মোঃ ক্বারি আব্দুল হালিমের ছেলে।।উদ্ভাবনী বিষয়ে তাহাসিন বলে, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে তৈরীর উদ্বেগ গ্রহন করেছেন,সেই স্মার্ট বাংলাদেশের অংশীদার হতে এবং দেশের মানুষের কল্যানের জন্য আমি এই প্রযুক্তিগুলো তৈরী করেছি।এ বিষয়ে হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন,তাহাসিন মাঝেমধ্যেই নানা ধরনের প্রযুক্তি তৈরী করছে,প্রযুক্তিগুলো আমাদের জন্য খুবই উপকারী। প্রশাসনের সহায়তা পেলে সে অনেক দূর যেতে পারবে।
ভোলা নিউজ / টিপু সুলতান