মনপুরায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ৪ ব্যবসায়ীর জরিমানা

 

 

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি। মনপুরায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও প্রসাধনী বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সদর হাজীর হাট বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও প্রসাধনী বিক্রির দায়ে হাজীর হাট বাজারের ৪ ব্যবসায়িকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড় টায় উপজেলার হাজীর হাট বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে হাজীর হাট বাজারের পিয়াসা কসমেটিক্সের সত্বাধিকারি সুমন দে কে পাঁচ হাজার টাকা, মুদি ব্যবসায়ি মোঃ হোসেনকে পাঁচ হাজার টাকা, মোঃ ছালাউদ্দিনকে এক হাজার টাকা, ফল ব্যবসায়ী হাসানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হাজীর হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ আবুয়াল হোসেন আবু মেম্বার, মনপুরা থানা সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ বেলাল, ইউপি সদস্য মোঃ তছলিমসহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

SHARE