মনপুরায় পুড়িয়ে ফেলা হলো অবৈধ কারেন্ট জাল

 

শহীদুল ইসলাম মনপুরা প্রতিনিধি। ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানে এছাড়াও ৩ টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে উপজেলার নায়েবের হাট নামক স্থানে এনে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের দাসের হাট সংলগ্ন পশ্চিম পাশের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় উস্থিত ছিলেন, মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মাছুম পারভেজ, উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড অফিসার মোঃ ফোরকান, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি ও জেলে সমিতির সভাপতি মোঃ নাছির মহাজন প্রমুখ।

SHARE