মোঃ আশরাফুল আলম
ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন জনগনের প্রিয় নেতা ২ বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলী আজম (মুকুল) আজ তার নির্বাচনী এলাকার জনগনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। এলাকার জনগনের প্রতি তার আকুতিভরা আবেদন—–
প্রিয় দৌলতখান ও বোরহানউদ্দিনবাসী, আসসালামুআলাইকুম।
আমি বরাবরই আমার নির্বাচনী এলাকার মানু্ষকে আমার বাবা-মায়ের মতো সেবা দেই। এই বাবা-মা”দের পাশে থেকে খেদমত করার জন্য সড়ক পথে আমি ঢাকা থেকে রওয়ানা করেছি আমার নির্বাচনী এলাকার উদ্দেশ্যে। আমি যাতে ভালো ভাবে আপনাদের মাঝে পৌছাতে পারি সেই দোয়া করবেন।
সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখুন। আর কোথাও কোন সমস্যা দেখা দিলে আপনারা সরাসরি আমার (01711333285) নাম্বারে ফোন করবেন। এছাড়াও আমার নির্বাচনী এলাকার দুই উপজেলায় আপনাদের যে কোন সমস্যা সমাধান করতে সদা প্রস্তুত।
সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনাদের সন্তানতুল্য
আলী আজম (মুকুল)
সংসদ সদস্য
১১৬ ভোলা-২
বাংলাদেশ জাতীয় সংসদ