ভোলা সরকারি কলেজে যুব রেডক্রিসেন্ট টিমের বৃক্ষরোপন কর্মসূচি পালন

 

মেসকাত আহাম্মেদ :
“বৃক্ষ লাগাই ভূরি ভূরি, ‘তপ্ত বায়ু শীতল করি, ফলবৃক্ষ করব চাষ, ‘কাটব না আর একটি গাছ,, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে । রবিবার (২৭ অক্টোবর) দুপুরে যুব রেডক্রিসেন্ট, ভোলা সরকারি কলেজ টিমের আয়োজনে ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম । পরে কলেজের বিজ্ঞান ভবন ও ছায়াবীথি চত্বরে ফলদ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয় । এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দীন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও যুব রেডক্রিসেন্ট কলেজ টিমের সম্পাদক মো. জামাল উদ্দীন, দলনেতা (ভারপ্রাপ্ত) মো. তাওহীদসহ কলেজ ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE