ভোলা সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

 

টিপু সুলতান।। ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে । শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় এই উপলক্ষে কলেজ প্রশাসনের আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি গোলচত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটকসহ কলেজের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় । পরে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ উল্ল্যাহ স্বপন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. মহিউদ্দীন, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন । বক্তারা এসময় শিক্ষকদের শ্রদ্ধা, সম্মান ও বিভিন্ন সুযোগ সুবিধা সহ শিক্ষা ক্ষেত্রে ছাত্র বান্ধব পরিবেশ তৈরি, গবেষণা, উচ্চশিক্ষার মাধ্যমে দেশের উন্নয়নের ভূমিকা রাখার কথা আলোচনা করেন।
এসময় গণিত বিভাগের বিভাগীয় প্রধান বিধান কৃষ্ণ দাস, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুব আলম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ মাসুদ, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. কামাল হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফিরোজ সর্দার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. জামাল উদ্দীন, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ফজলে ইলাহি, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এ.কে.এম হাসান উল্ল্যাহ, প্রভাষক ইশহাক উদ্দিন রাসেল, প্রভাষক মোহাম্মদ মনির হাসান, শরীরচর্চা শিক্ষক মিজানুর রহমান, ভোলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদসহ, কলেজের কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE