ভোলা সরকারি কলেজে পিঠা উৎসব।।

শিক্ষা প্রতিনিধি

ক্যাম্পাসের চারদিকে ছিলো উৎসবমুখর পরিবেশ। স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন নবাবি সেমাই, আবার কেউ বানিয়েছেন হৃদয় হরন, কেউবা বাহারি গোলাপ, বউপিঠা, পুলি পিঠা ও চন্দ্র পুলিসহ নানা নামের ও রংয়ের পিঠা। এমন বাহারি নামের পিঠা দেখা গেছে ভোলা সরকারি কলেজ মাঠের ছায়াবিথী চত্বর জুড়ে। সেখানে পিঠা উৎসবে বসছে হরেক রকমের পিঠার মেলা। শিক্ষার্থীদের তৈরীকৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভীড় নেমেছে দর্শনার্থীদের। ভোলার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ২০২৩। রোববার (১৬ই ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রশাসন এ উৎসবের আয়োজন করে। এতে কলেজের বাংলা বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, ইতিহাস বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগসহ ১৮টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা স্টল নিয়ে পিঠা উৎসবে অংশগ্রহন করেন। বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান বলেন, আমাদের স্টলে ১০১ আইটেমের পিঠা তৈরী করেছি, যার মধ্যে অনেকগুলো আকর্ষনীয় নামের পিঠা ছিলো, এ পিঠা তৈরীতে মিঠু, কুসুম, তামিম, মেহজাবিন, সাকিব, সুমা খানম চন্দ্রিকা দে সহ এক ঝাঁক শিক্ষার্থী অংশগ্রহণ করে।প্রতি বছরের মত এ বছরও বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজন করে ভোলা কলেজ কর্তৃপক্ষ। গ্রাম বাংলার ঐতিহ্য নানা ধরনের মুখোরোচক এ পিঠা প্রদর্শনী করে পুরস্কার তুলে নিতেই বাহারি পিঠা তৈরী করে সবার দৃষ্টি আকর্ষন করার চেস্টা করেন শিক্ষার্থীরা।পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভিন আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর ও ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্যাহ। এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ উল্ল্যাহ স্বপন, বাংলা বিভাগের সরকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সমাজকর্ম বিভাগের সরকারী অধ্যাপক মোঃ হাবীব হাসান, ভূগোল ও পরিবেশ বিভাগের সরকারী অধ্যাপক মাহাবুব আলম, ইংরেজি বিভাগের সরকারী অধ্যাপক কাজী মোঃ হাসান, প্রভাষক মোঃ শাহাব উদ্দিন, প্রভাষক মোঃ রিয়াজ উদ্দিন, প্রভাষক মোঃ মনির হাসান, প্রভাষক মোঃ এরশাদ ও প্রভাষক মোঃ আজগর আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ, বি, এম মজিবুর রহমান।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE