নুরউদ্দিন মাসুদ#
আজ ভোলা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভোলা সরকারি কলেজে নবীনবরন অনুষ্ঠান উযযাপিত হয়েছে। এ নবীনবরনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে বরন করে নেয় ভোলা সরকারি কলেজ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মমিন টুলু।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চ্যায়ারম্যান জনাব মোশারেফ হোসেন।ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব গোলাম নবী জাকারিয়া স্যারের সভাপতিত্বে আজকের এই নবীনদের ফুল দিয়ে বরন করে নেয় ভোলা সরকারি কলেজ।
নবীনদের উদ্দেশ্যে জনাব আব্দুল মমিন টুলু,বলেন- নবীনরা আগামী দিনের ভবিষ্যৎ।নবীনদেরকে তাদের নীজ গুনে এগিয়ে যেতে হবে।বিগত বছরের নবীনরা যেভাবে বাংলাদেশের ক্ষ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলোতে স্হান করে নিয়েছে এবারের নতুনরা ও যেন সেই অবস্থান ধরে রাখতে পারে।তিনি আরো বলেন ছাত্রজীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রনেতা ছিলেন।ছাত্রদের অধিকার আদায়ে তিনি ছিলেন এক অনন্য উদাহরন।ছাত্ররাই আগামী দিনের হাল ধরবে।বঙ্গবন্ধু যেমন ছাত্ররাজনীতে সম্পৃক্ত থেকে দেশের মানুষের দুঃখ দূর্দশার কথা চিন্তা করেছেন আগামীদিনের নবীনরা ও যেন সেইভাবে জীবন গড়তে পারে সেই আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি আরো বলেন -ভোলা সরকারি কলেজ সাফ্যলের সাথে ধীরে ধীরে প্রতি বছর ভাল রেজাল্ট করে যাচ্ছে।বরিশাল বিভাগের মধ্য ভোলা সরকারি কলেজ একটি অন্যতম প্রতিষ্ঠান।ভোলা সরকারি কলেজ যেভাবে এগিয়ে যাচ্ছে আশা করি একদিন ভোলা সরকারি কলেজ হবে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ কলেজ।পরিশেষে তিনি ভোলা সরকারি কলেজের সার্বিক মঙ্গল কামনা করে তার বক্তব্য সমাপ্ত করেন।
অবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলা সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠান শেষ হয় বিকাল ৪ টায়।