টিপু সুলতান।। ভোলা সরকারি কলেজে বার্ষিক মিলাদ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে কলেজের হলরুমে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ্ স্বপন।বার্ষিক মিলাদ কমিটির আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক রাজা রাশেদ আলমগীর, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলম, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ প্রমুখ। পরে শিক্ষার্থীদের সফলতা কামানা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব মাও. আওলাদ হোসেন। দোয়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও কলেজ কর্মচারীবৃন্দ অংশ নেয়। এ বছর ভোলা সরকারি কলেজ থেকে ৫শ ৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ভোলা নিউজ /টিপু সুলতান