ভোলা শিবপুরের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করছে কিছু অসাধু লোক

আমজাদ হোসেন#

ভোলা সদর উপজেলার ৭ নং শিবপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করছে কিছু অসাধু লোকজন।

চেয়ারম্যান তখন বলেন
ইতিহাসকে বিবেচনা করে দেখেন সমাজে যারাই ভালো কাজ করতে চেয়েছে তাদের সকলের পিছনেই অসাধু চক্রের লোকজন লেগে থাকতো। সমাজের প্রতিটি এস্তরে রয়েছে এমন অসাধু চক্র।
তাদের কাজই হচ্ছে গুজব ও মিথ্যাচার রটিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

তেমনি ভাবে কিছু অসাধু লোক মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে আমার বিরুদ্ধে।

শিবপুরের জনগণ আমাকে ভালোবাসে দুংখে সুখে সব সময়ই আমার কাছে আসে,আমি সবাইকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি।

তাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগনের ভীতর বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে।
তা কখনোই সম্ভব হবে না জনগনের ভীতর আমার জন্য যতদিন ভালোবাসা আছে ততদিন আমি জনগনের জন্য কাজ করে যাবো।আর অনেকেই আছেন রাজনীতি কারনে চেয়ারম্যান ও মেম্বারদের বিরোধিতা করেন , আবার কেউ আছে ব্যক্তিগত কারনে বিরোধিতা করে।

মহামারি করোনার মহাসংকটে থাকা অসহায়দের ত্রানকে পুজি করে আমার বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় মানহানিকর লিখা প্রকাশ করে।

তা অত্যন্ত আপত্তিকর ও দুঃখজনক বিষয়।
আমি তাদেরকে বলতে চাই সমালোচনা না করে আসুন আমরা সবাই মিলে অসহায়দের পাশে দারাই।
সরকারী সাহায্য কি পরিমান ইউনিয়নে পেয়েছেন , ইউনিয়নে জনসংখ্যা কত, এসব জানার পর সব কিছু বিবেচনা করে সমালোচনা করুন ।

এতে সবাই উপকৃত হবে, আমি সরকারি অনুদানের বাইরে ও নিজস্ব অর্থায়নে গরীব দুঃখী মানুষের জন্য কাজ করে থাকি আপনারা জানেন।

তাই বলছি মিথ্যাচার ও গুজব রটিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবেননা।

বিষয়টি এলাকাবাসীর কাছে যানতে চাইলে তারা বলেন আলহাজ্ব জসিমউদ্দিনকে চেয়ারম্যান হিসেবে পেয়ে আমরা শিবপুর বাসী গর্বিত,যে বা যারা এই ভালো মানুষটির নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা শিবপুর বাসি কঠোর হস্তে দমন করবো।

আর মিথ্যাবাদী গুজব রটনাকারীরা কখনোই সফল হতে পারবেনা।
শিবপুর ইউনিয়ন পরিষদের সফল ও স্বার্থক
চেয়ারম্যান আলহাজ্ব জসীমউদ্দীন, তিনি অসহায় মানুষের দুঃসময় পাশে থেকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন।

তারা আরো বলেন চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে অপপ্রচার করে তার মানহানি করার চেষ্টা করছে কিছু অসাধু লোজ তিনি নিঃসন্দেহে ভালো লোক তাতে কোনো সন্দেহ নেই।

তিনি সরকারি অনুদানের বাহীরে ও নিজের অর্থব্যয় করে মানুষের সেবা করেণ।
তিনি দারিদ্র্য মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন,আমরা জানি তার সুধু একটাই লক্ষ তা হচ্ছে শিবপুরের মানুষকে আগলে রাখা,দুর্দিনে তাদের পাশে থাকা।

তাদের ভালোবাসার মধ্যেই নিজেকে বিলিয়ে দেওয়া, যে মানুষটা নিজের সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দেয়।
তার বিরুদ্ধে এরকম ধারণা বা মন্তব্য করতেছে ওইসকল মানুষ যারা তাদের নিজ সার্থ হাসিলের জন্য।
এদিকে শিবপুর ইউপি চেয়ারম্যান জসিম এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা কারো অপপ্রচার শুনে বিভ্রান্ত হবেন না। আমি সব সময় আপনাদের ভালোবাসা নিয়ে পাশে আছি এবং থাকবো।

SHARE