——–
মাসুদ রানা
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কোতোয়াল বাড়ির মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের বসত ঘর ও বাড়ী জোরপূর্বক দখল করেছে,তার নাতীন সম্পর্কের আসমা ও তার স্বামী আক্তার পাটোয়ারী। স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলায় কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবাসন প্রকল্পের পাশে,স্থানীয় কোতোয়াল বাড়িতে মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব একটি বসত বিল্ডিং ঘর ও বাড়ি রয়েছে, তার পরিবারের পরিশ্রমের টাকা দিয়ে ঘরটি নির্মাণ করা হয়। ঘটনা স্থালে গিয়ে যানা যায়, প্রতারক আক্তার পাটোয়ারীর নেতৃত্বে একদল ক্ষমতাশীল ব্যাক্তিদের প্রভাব খাটিয়ে একটি ব্লাক স্টাম্পে স্বাক্ষর নিয়ে , মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সহ পরিবারকে মারধর করে, বাড়ি থেকে বিতারিত করে। চিকিৎসার জন্য ঢাকায় চলে যায়, ঢাকায় গিয়ে কিছুদিন তার পরিবার সহ অবস্থান করেন।এই সুযোগে আসমা একটি প্রভাব শালী মহল দিয়ে নিজের নামে ঘর খানা লিখে নেয়। এইদিকে মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব ৩১ /০৭/২০২০ ইং তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন তার পরিবারটি অসহায় হয়ে পরে। অসহায় পরিবারটি যখন স্বামীর বাড়িতে যায় , তখন প্রতারক আসমা ও স্বামী আক্তার পাটোয়ারী বলেন। মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব ও তার স্ত্রী আসমার সাবেক স্বামীর কাছ তার বিভিন্ন বদনাদ বলেছেন । এই বদনামের কারনে আসমার সংসার ভেঙ্গে গেছে, তাই মু্ক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের বসত ভিটা খানা আবদার করছেন তার নাতনী আসমা। কিন্তু সাবেক স্বামীর কাছে কথা বলে জানা যায়, আসমা নাকি তাকে ডিবোর্স দিয়ে আক্তার পাটোয়ারীর কাছে বিয়ে বসেছে । ঘটনা স্থালে আরো কিছু সচেতন মহল থেকে যানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব ও তার পরিবার ঘরটি নির্মান করেন , ঘটনা স্থলে সাবেক মেম্বার জাকির হোসেন , সাবেক মেম্বার রহমত, এবং আবাসনের সভাপতি সাহে আলম বলেন,এ ঘরটি মূলত মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব ও তার স্ত্রীদের পারিশ্রমিক টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে। এখন আসমা ও তার স্বামী আক্তার জোরপূর্বক ভাবে দখল করেছে। ৩ই জুলাই বিকাল ৪ টায় কোতোয়াল বাড়িতে মুক্তিযোদ্ধার পরিবারকে প্রতারক আক্তার পাটোয়ারীর নেতৃত্বে ৫০-৬০ জন ভাড়াটিয়ে কেডার বাহিনী নিয়ে আসে।ঘটনা স্থলে সাংবাদিক মাসুদ রানা,ও তার সহযোগীগন এডিশনাল এসপি রাছেলুর রহমানকে অবগত করলে, বোরহানউদ্দিন থানায় জানানো হলে,এস আই স্বপন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে আসেন, এবং সঠিক বিচার পাবেন বলে আস্বাস দেন।
মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহল ও সুশীল সমাজ দু:খ: প্রকাশ করেন। এবং সঠিক বিচার দাবী করেন।