ভোলা বারে জিতলো বিএনপি মান বাচালেন কিরণ তালুকদার

জামিল হোসেন ॥
ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে জয় পেয়েছে বিএনপি প্যানেল। বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট সালাহ উদ্দিন হাওলাদার সভাপতিসহ ৭টিতে জয় পেয়েছে বিএনপি। আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের গোলাম মোর্শেদ কিরণ তালুকদার সাধারন সম্পাদকসহ ৬ টিতে জয় পেয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মান রক্ষা করেছেন। কিরণ তালুকদার ৩১ ভোটের ব্যাবধানে হারিয়েছেন বিএনপির সম্পাদক প্রার্থী রেজাউল করিমকে। এমন বড় ব্যাবধানের জয় গত ৩০ বছরে ভোলাবারে দেখা যায়নি বলে জানিয়েছেন সিনিয়র আইরজীবীরা। আর এই জয়ের কারনে বিএনপি জিতলেও মান রক্ষা করেছেন কিরণ তালুকদার। কিরন তালুকদার পেয়েছেন ১০০ ভোট পক্ষান্তরে রেজাউল করিম পেয়েছেন ৬৯ ভোট।

শনিবার (২৬ জানুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ তৈয়ব, তার সাথে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের এ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ। সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের এ্যাডভোকেট ইফতারুল হাসান শরিফ, এ্যাডভোকেট মোঃ সালাহ উদ্দিন আহমেদ প্রিন্স, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট মোতাছিন, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট আলহাজ্ব ইলিয়াছ সুমন। পাঠাগার সম্পাদক দুটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট সুমন মজুমদার এবং বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কাশেম, এ্যাডভোকেট গৌরাঙ্গ ঘোষ এবং এ্যাডভোকেট খায়রুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিন ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিচারক, যুগ্ম জেলা জজ মোঃ সামছুদ্দিন ও সহকারী রিটার্নিং অফিসার ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাদিক আহমেদ। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, রিটার্নিং অফিসার যুগ্ম জেলা জজ মোঃ সামছুদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট জুলফিকর আহমেদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট জয়ন্ত কুমার বিশ্বাস ও এ্যাডঃ জামাল উদ্দিন। ভোলা জেলা আইনজীবী সমিতির ১৭৯জন ভোটারের মধ্যে ১৭২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

 

SHARE