আল মাহমুদ#
ভোলা নিউজের শিক্ষা সম্পাদক হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক ও ভোলার শিশু বন্ধু জে এম ফিরোজ। তিনি একজন শিক্ষা অনুরাগী শিশুদের কাছে প্রিয় ও পরিচিত নাম। তার প্রকৃতি নাম জাভেদ মামুদ ফিরোজ পিতা কামরুল আলম পেশায় অবসর প্রাপ্ত সরকারি কার্মচারি।
ফিরোজ ব্যক্তিগত জীবন শিশু সাংগঠক,সমাজ বির্ণিমান, বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা আবদ্ধ হয়ে ভোলা শিল্প কলা কাজও করেন নিরঅলস ভাবে।
এছাড়া,শিক্ষা বিস্তারিতে শিশুবন্ধু ফিরোজ বিনামূল্যে পথ শিশুদের পাঠদান,সলা পরামর্শসহ নানা প্রশংসার করেছেন চোখে পড়ার মত। এছাড়া তিনি একজন ভালো উপস্থাপকও বটে।
বেশ কয়েকজন ভোলা নিউজের পাঠ জনান,শিশুবন্ধু ফিরোজ ভোলা শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সঠিক পরিবেশ পরিবর্তন কাজ করবেন বলে আমরা আশা করি।
এদিকে পাঠক সভার সভাপতি সোহাগ খান জানান, শিশুবন্ধু ফিরোজ একজন সদা-আলাপী ভালো মনের মানুষ, আশা করি তিনি পাঠকের মন জয় করে নিবেন।