জসিম রানাঃ
ভোলা থানার ৩ মামলার আসামী লিটন আত্মসমর্পণ করার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া। এসময় উপস্থিত ছিলেন এস আই রফিকুল ইসলাম। লিটন ৩টি ওয়ারেন্টভূক্ত মামলার আসামী থাকা সত্তেও সে স্ব-ইচ্ছায় আত্মসমর্পণ করেছে ভোলা থানায়। মঙ্গলবার সন্ধ্যায় ভোলা সদর থানায় এসে স্ব-ইচ্ছায় আত্মসমর্পণ করেন, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া ৭নং ওয়ার্ডের মৃত আওলাদ হোসেনের ছেলে মোঃ লিটন। থানা সূত্রে জানগেছে, লিটনের নামে ভোলা সদর থানায় জিআর ১৪৩/১৭সহ আরো ২টি মামলা রয়েছে। এখন তাকে আদালতে হাজির করার পর তার ব্যবস্থা নিবে মহামান্য আদালত। সূত্রে আরো জানাগেছে, স্ব-ইচ্ছায় হাজির হওয়ার কারণে মহামান্য আদালত লিটনের স্বাস্থি কিছুটা হলেও লাঘব করতে পারেন। এর আগেও আত্নসমর্পনের সুযোগ দিয়ে এধরনের একাধিক আসামিকে অস্বাবাভিক জীবন থেকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন ভোলা থানার ওসি ছগির মিয়া।