কলেজ প্রতিনিধি #
গত রাতে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি বাড়ীতে গোলাগুলি ও সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ করেন ইব্রাহিম চৌধুরী পাপন। এক ভিডিও ফুটেজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন জানান, তার বাসায় মার্সেলের নেতৃত্বে এ হামলা হয়েছে। মার্সেল নিজে দুই রাউন্ড ফাকা গুলি ছুড়েন। এসময় বিকট আওয়াজে দুটি শব্দ হয়েছে। হামলার খবর শুনে আমার অসুস্থ মা জ্ঞান হারিয়ে ফেলেছেন। সন্ত্রাসীরা আমাকে মারার জন্যই এতো রাতে এ হামলা চালিয়েছে। আমি ভোলার পুলিশ সুপার সহ জেলা আওয়ামীলীগের নেতা দের জানিয়েছি। সদর থানার ওসি এনায়েত হোসেন এসে হামলার আলামত দেখে গেছেন। পাপন আরে বলেন, আমি ছাত্রলীগের একজন এক নিষ্ঠ কর্মী। আমি এ হামলায় জননেতা তোফায়েল আহাম্মেদের কাছে বিচার চাই বিচার না হলে আমি অতি দ্রুত পদত্যাগ করবো।
অন্য দিকে মার্সেল নিজেই সাফ জানিয়ে দিয়েছেন, পাপনের বাড়ীর গোলাগুলি সাথে তার কোন সম্পর্ক নেই ও বিষয়টি অন্য ভাবে নেওয়া চেষ্টা করছে পাপন। আমাদের সাথে সাংগঠনিক ব্যাপার নিয়ে কথা বার্তা হয়েছে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সামান্য কথার কাটাকাটি হয়েছে। পাপনের বাড়িতে কেউ যায়নি গুলি করার প্রশ্নই উঠেনা।
উল্লেখ,দলীয় ও ব্যক্তিগত রেসারেসির জের ধরে গঠনার সূত্রপাত হয় বলে ধরনা করেন ছাত্রলীগ নেতা কর্মীরা।
এ বিষয়ে থানার ওসি এনায়েত হোসেন জানান, আমি এ বিষয়টিতে তদন্ত পূর্বেক ব্যবস্থা গ্রহন করা হবে।