এন আল মাসুদঃ
ভোলার আলোচিত সাবেক ছাত্রনেতা মোশতাক আহমেদ শাহিন আজ জামিনে মুক্তি পেয়েছেন। আজ ভোলার জাজ কোর্ট থেকে দীর্ঘ কারাবাসের পর তিনি জামিনে মুক্ত হন।
মোসতাক আহমেদ শাহিন এর আগেও কয়েক মাস জেলে ছিলেন। এরপর একাদশ জাতিয় নির্বাচনের আগে মুক্তি পেলেও আবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ডিবি পুলিশের যৌথ অভিযানে আটক হন তিনি।
এবার মাদক বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে আজ মঙ্গলবার সকালে শহরের মুসলমান পাড়া এলাকায় অভিযান চালানোর সময় আটক করা হয় বলে ভোলা নিউজকে ওসি ডিবি সহিদুল ইসলাম নিশ্চিত করলেও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শহরের মোসলমান পাড়ায় একটি জানযা নামাজ থেকে মোস্তাক শাহিনকে পুলিশ ধরে নিয়ে এসে কোর্টে ইয়াবা মামলা দিয়ে চালান করলে আদালত তাকে জেলহাজতে পঠানোর নির্দেশ দেন। দীর্ঘ মাস কারাগারে থাকার পর আজ তিনি জামিনে মুক্তি লাভ করেন।
উল্লেখ্য মোস্তাক শাহিনকে এর আগে ভোলার পৌর মেয়র মনিরুজ্জামানকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়। পরে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর মামলা ও তজুমুদ্দিনের ডাকাতি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছিলো।