আমজাদ হোসেনঃ
ভোলার চরফ্যাশনে ১৯ এপ্রিল রোববার এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় চরফ্যাসন থানা এলাকায় মাদক অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়িকে আটক করে পুলিশ,আসামী মোসাঃ পিয়ারা বেগম (৩৮), স্বামী- নুর করিম, সাং- আব্দুল্লাহপুর ৬ নং ওয়ার্ড, থানা- চরফ্যাসন, জেলা- ভোলাকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামীর নিজ বসত ঘর থেকে গ্রেফতার করে। মাদক মামলা রুজু করা হয়। এছারাও যানা যায়যে আসামী পিয়ারা আরো দুই সহযোগী রয়েছে, তারা এখন পলাতক রয়েছে। বাকী দুইজনকে ও গ্রেফতারের চেষ্টা চলছে।