আমজাদ হোসেন#
ভোলা চরফ্যাশনে দুলারহাট থানার ৬ নং নীলকমল ইউনিয়ন পরিষদ থেকে দফাদার জাহাঙ্গীরকে তুলে নিয়ে পাচ হাজার টাকা জরিমানা করেন চরফ্যাশন উপজেলার নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন।জাহাঙ্গীরের বাড়ি নীলকমল ইউনিয়নের চরজমুনার ৪ নং ওয়ার্ডে।
জাহাঙ্গীর দুলারহাট থানার গ্রামপুলিশ অ্যাসোসিয়েশন সভাপতি।
জাহাঙ্গীরের কাছে বিষয়টি যানতে চাইলে জাহাঙ্গীর ভোলা নিউজকে জানান ৩০-৪-২০২০ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউএনও ছার নীলকমল ইউনিয় পরিষদে এসে জেলেদের চাল বিতরন কর্মসূচি উদ্বোধন করেন।উদ্বোধন কার্জ শেষকরে পরিষদ থেকে বের হয়ে যান পরে কে বা কাহারা ইউএনও কে বলেন আমার বাড়িতে নাকি সরকারি চাল আছে।এই কথা শুনে প্রশাসনের লোকজন নিয়ে সকাল ১২ টার দিকে আমার বাড়িতে যায়।প্রথমে আমার দুই ছেলের ঘর তল্লাশি করেন সেখানে রেশনের চাল পায় পরিবারের লোকজন রেশনের কার্ড দেখালে সেখান থেকে বের হয়ে আমার ঘরে যায়।
আমার ঘরেও তল্লাশি চালায় সেখানেও ভিজিডির ২০ কেজি পরিমান চাল পায়।আমার বাড়ি থেকে চাল নিয়ে ইউনিয়ন পরিষদে এসে ১২:৩০ মিনিটে আমাকে দুলারহাট থানায় নিয়ে যায়।ইউএনও কে অনেকবার বলেছি যে এই চাল আমাদেরকে সরকারি ভাবেই দেওয়া হয় প্রতিবারই আমাদেরকে সরকারি ভাবে একটি করে কার্ড দেওয়া হয় সেই কার্ডের চাল এগুলা।তিনি আমার কোনো কথা না শুনেই পাচ হাজার টাকা জরিমানা করে আমাকে ছেরে দেয়।
নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীরের কাছে জাহাঙ্গীরের চালের বিষয়টি যানতে চাইলে তিনি বলেন প্রতিবারই ভিজিডি আসলে তাদেরকে সরকারি ভাবেই একটি কার্ড দেই।আর সেই কার্ডের চালই ছিল জাহাঙ্গীরের বাড়িতে।
জাহাঙ্গীর আরো জানায় বিষটি স্থানীয় এমপি অাব্দুল্যাহ অাল ইসলাম জ্যাকব ও ডিসি মহাদয়কে জানাবে।
বিষটি নিয়ে গ্রাম পুলিশ অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মনজুর আলম তীব্র নিন্দ্র ও প্রতিবাদ জানিয়েছেন