ভোলা উকিল পাড়া নিবাসী রেঞ্জ অফিসার কাদের মিয়ার ইন্তেকাল

নিউজ ডেস্কঃ

ভোলা নিউজ-১১.০৬.১৮

ভোলা পৌরসভার উকিল পাড়া নিবাসী সাবেক ফরেষ্ট রেঞ্জ অফিসার মোঃ অাব্দুল কাদের মিয়া(৭৫) বার্ধক্যজনিত কারনে গতরাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে অইন্নাইলাহে রাজেউন)!

তিনি স্ত্রী, ৫ মেয়ে, ও ১ ছেলে সন্তান নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমের নামাজে জানাজা আজ অাসর নামাজের পরে মুসলিম গোরস্থান মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে গোরস্থানে দাফন করা হবে বলে পরিবারসুত্র জানিয়েছন।

SHARE