ভোলা ইলিশার জনপদ বাস, ট্রাক, অটো মাহিন্দ্রের দখলে

টিপু সুলতানঃ

ভোলা সদর উপজেলা ইলিশা টু জংশন ফেরিঘাট জনতার জনপদ বাস,ট্রাক, অটো,মাহেন্দ্র দখলে। দিনে দিনে বাড়ছে যানযট। এতে সাধারণ মানুষ ও স্কুলের ছাএ,ছাএীদের যাতায়াতের সমস্যা হচ্ছে। অতি ঝুঁকিতে রয়েছে তাঁরা। দু-একদিন পরপর ঘটছে দূর্ঘটনা। এটা যেন ঢাকা টু চিটাগাং সড়ক। এমনটাই মন্তব্য করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান ” ৬ মাস পূর্বে আমাদের রাস্তায় তেমন একটি যানযট ছিল না কিন্তু ১ মাস আগ থেকেই যানযট দিনে দিনে।  চলছে”। তাছাড়া গ্রীন লাইন -২ ও এডভেঞ্চার -৫ চলাচলের কারনে ভোলার মানুষ এখন যেন ঢাকা সিটিতে বসবাস করছেন।মাত্র ৪- ৫ ঘন্টায় যেতে পারছেন ঢাকায়।ভোলার মানুষ এখন ভেদুরিয়া লঞ্চঘাটকে বিদায় জানিয়ে ভোলার লাখো লাখো মানুষ পাড়ি জমাচ্ছেন ভোলার ইলিশা লঞ্চ টার্মিনালে।সেই সাথে সাথে বাড়ছে ইলিশা সড়কে যানবাহনের সংখ্যা।বৃদ্ধি পাচ্ছে যানযট। এছাড়া ভোলা টু নোয়াখালির উদেশ্যে ইলিশা ফেরিঘাট থেকে প্রতিদিন পাড়ি দিচ্ছে হাজার হাজার মালবাহী ট্রাক, বাস ।তাদের নির্দিষ্ট ট্রাকস্ট্যান্ড না থাকায় রাস্তার উপর ই রাখতে হচ্ছে শত শত মালবাহী গাড়ি।যারই ফলশ্রুতিতে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে যানযট। ইলিশা লঞ্চ টার্মিনাল থেকে সকাল ৮:৩০ এ এডভেঞ্চার ৫,দুপুর ২:৩০ এ গ্রীনলাইন -২ বিকেল ৫:৩০ এ ফ্লটিলা, সন্ধ্যা ৭:০০টায় ফারহান, রাত্র ৮ :০০ টায় তাসরিফ লঞ্চ ছেড়ে যাওয়ায় প্রিতিদিনই যাত্রীদের ঢল নামে ইলিশা লঞ্চ টার্মিনালে।আবার দুপুর ১ টায় গ্রীনলাইন,সন্ধ্যা ৭ টায় এডভেঞ্চার,রাত্র ১০:৩০টায় ফ্লোটিলা, রাত্র ১২:০০ টায় ফারহান,রাত্র ১ :৩০ এ তাসরিফ লঞ্চ ঢাকা থেকে ভোলায় আগমন করায় সারা দিন এবং রাত্রঝুরে ইলিশা সড়কে চলাচল করছে হাজার হাজার বাস,ট্রাক,মাহিন্দ্র,অটো,অটোরিক্সা ইত্যাদি।ফলে যানযট দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ যানযটের কারনে অটো,মাহেন্দ্র,অটোরিকক্সা সেণ্ডিক্যাটের কারনে সমস্যা হচ্ছে এলাকার মানুষের স্কুল পড়ুয়া ছাএ,ছাএীদের ও সর্বস্তরের জনগণের,দূর্ঘটনায় কবলে পড়ছে তাঁরা। প্রশাসনের দৃষ্টি আর্কষন করছি তাঁরা যেন এসমস্যা সমাধান করে মানুষের ও স্কুলের ছাএ,ছাএীদের যাতায়াতের ব্যাবস্থা করে দেয়।

SHARE