মাসুদ রানাঃ-
বাংলাদেশে বিভিন্ন জেলায় সাপ্তাহিক কিস্তি সহ ডেলি কিস্তি মাসিক কিস্তি বন্ধ ঘোষনা করা হয়েছে কিন্তু আমাদের দ্বীপ ভোলা জেলায় বন্ধ ঘোষনা করা হয় নাই এতে কিস্তি অফিসারেরা বাড়ি থেকে যখন কিস্তি আনতে যাবে তখন কি করোনার লক্ষ্মণ নাই সকল কিছু বন্ধ ঘোষনা করেও কিস্তি খোলা রাখছে,, এবং অসহায় পরিবার গুলো দিশেহারা হয়ে পড়েছে, যারা দিনমজুরি করে খায় তাদের তো বাঁচার তাগিদ নেই তারাও তো আমাদের দেশের মানুষ একদিকে দুর্যোগ টেনশন অন্যদিকে তাদের সংসারের টেনশন অন্যদিকে এনজিওর কিস্তি টেনশন এতে দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবার তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা একটু নজর দিন।