বিশেষ প্রতিনিধিঃ
ভোলা নিউজ.কম-২১.০৬.১৮
ভোলায় শত ফুট দীর্ঘ তাল গাছের চুড়ায় জ্ঞান হারিয়েছে ফেলা এক যুবককে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা। সোমবার সকালে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গুপ্তমুন্সি বয়াতি বাড়িতে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত যুবকের নাম মোঃ নেছার উদ্দিন (৩০)। তার পিতার নাম মোঃ জলিল উদ্দিন। ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিনের নেতৃত্বে লিডার মোঃ আওলাদ হোসেন, গাড়ি চালক মোঃ রিয়োজ উদ্দিন, ফায়ারম্যান মিজানুর রহমান, ফায়ারম্যান সাইদুর রহমান, ফায়ার ম্যান নুরুল ইসলাম উদ্ধার অভিযান চালান।
উপ-সহকারী পরিচালক জানান, সকালে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ থেকে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান প্রায় শতফুট উচু একটি তালগাছের মাথায় ওই যুবক জ্ঞান হারিয়ে আটকে আছেন। তাকে লেডার, অটোস্ক্যাপ, হারনেস দিয়ে নামানো হয়। তরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় পিতা জলিল জানান, বাড়ির গাছ থেকে পানি তাল (কচিতাল) কাটতে গাছে ওঠে নেছারউদ্দিন। কিন্তু প্রচন্ড গরম ও শারিরীক দুর্বলতার কারনে সে অসুস্থ্য হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে এমন খবরে আশপাশের কয়েকশ উৎসুক জনতা ভিড় জমান। বেলা সোয়া ১১টায় ঘটনাস্থলে পৌঁছেই অভিযান শুরু করে ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা। এরা জানান এটা তাদের একটি সফল অভিযান ছিল