ভোলায় ৫৫৯ জনের করোনা পরিক্ষায় ৮ জন আক্রান্ত

 

এইচ এম জাকির, ভোলাঃ
ভোলায় হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানসহ নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। রোববার রাত ৮টার দিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।
এরা হলো, দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ল্যাব টেকনিশিয়ান, লালমোহন উপজেলার ফরাসগঞ্জ ইউনিয়নের মহেশখালী গ্রামের ২২ বছরের নারী ও চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুমবাগ গ্রামের ২০ বছরের যুবক।
এ নিয়ে ভোলায় ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে মনপুরা ও বোরহানউদ্দিনে আক্রান্ত দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়াও করোনায় আক্রান্ত ভোলা শহরের একই পরিবারের বাবা ও মেয়ে এবং সদর উপজেলার ইলিশা ইউনিয়নের এক চিকিৎসক সহ তিনজনই সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন ভোলা স্বাস্থ্য বিভাগ।
এযাবত ভোলা থেকে ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ৪৬৮ জনের। যার মধ্যে ৪৬০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৮ জনের পজিটিভ আসে।

SHARE