আল-আমিন এম তাওহীদ,-ভোলানিউজ.কম,
‘‘উন্নয়নের অভিযাত্রায় অপ্রতিপাদ্য বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে এ সমাপনী অনুষ্ঠান ও পুরুস্কার বিরতণী অনুষ্ঠিত হয়।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদ্য সচিব মো: সাহাবুদ্দিন। বিশেষ অতিথি, পুলিশ সুপার মো: মোকতার হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, শেখ ফজিলাতুনন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসরাফিল, ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম জাকারিয়া।
এ মেলায় মোট ১১০টি স্টল প্রদর্শনী করেন। এরমধ্যে প্রথম স্থান অধিকারী হয়েছেন ভোলা পৌরসভা, পুরুস্কার গ্রহণ করেছেন পৌর-মেয়র মনিরুজ্জামান মনির। ২য় স্থান অধিকারী স্বাস্থ্য ও পানি উন্নয়ন বোর্ড বিভাগ, ৩য় স্থান অধিকারী প্রাথমিক শিক্ষা বিভাগ।
সমাপনী অনুষ্ঠানে চ্যানেল আই এর জনপ্রিয় কণ্ঠশিল্পীদের গান, জেলা শিল্পকলা একাডেমীর ক্ষুদে শিল্পীদের গানে গানে মূখরিত হয়ে উঠে উন্নয়ন মেলা।
এসময় উপস্থিত ছিলেন, খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, পৌর-মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, শেখ ফজিলাতুনন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসরাফিল, ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম জাকারিয়া, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এনায়েত হোসেন, প্রেসক্লাবের আহবায়ক আবু তাহের, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সফি, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাইদুল হক, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, তালহা তালুকদার বাধঁন।
(আল-আমিন এম তাওহীদ, ৬অক্টোবর-২০১৮ইং)