ভোলায় হেমায়েত উদ্দিনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছে রিহান ও মাহফুজ

টিপু সুলতানঃ

সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের চৌদ্দঘর কোভিড ১৯ করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে অবস্থানরত দুস্থ কর্মহীন পরিবারের মধ্যে হেমায়েত উদ্দিনের পক্ষ থেকে গরিব দুঃখীদের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করছেন রিহান ও মাহফুজ

এসময় তারা বলেন আমরা যদি গরিব দুঃখীদের পাশে না দাঁড়াই তারা কোথায় গিয়ে ঠাঁইপাবে। করোনা মোকাবেলা আমরা যদি তাদের খাদ্য আহরণে সাহায্য না করি গরিব দুঃখীরা না খেয়ে মরবে।

মঈলবার ১৪.৪. ২০২০. ৯টা থেকে ১০ কেজি চাল ৩ কেজি আলু, ৫০০ গ্রাম মশারী ডাল,৫০০ গ্রাম সয়াবিন তৈল সবার বাড়ি বাড়ি গিয়ে বিকাল ৪ টা পর্যন্ত গরীব দুঃখীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।পরে সবাইকে নিজ নিজ বাড়িতে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

SHARE