সিমা বেগম# ভোলা সদর বাংলাবাজার সড়ক দুর্ঘটনায় নুর আলম নামে এক যুবক নিহত। আজ (১৯ জুন)সকাল ৯ঃ৫০মিনিটে ভোলা সদর বাংলাবাজার বিশ্বাস বাড়ি সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরে আলম(৩০) নামে এক যুবকের মৃত্যু।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্তার হাট মৌলভী বাড়ির আবদুল হামিদ মাওলানার জামাই, খায়ের হাট রাস্তার মাথা সংলগ্ন নুর মিয়ার হাট উওর কোড়ালিয়া বড় মাইনকা ০৪নং ওয়ার্ডের মৃধা বাড়ির, জহিরুল ইসলাম পাটোয়ারী ছেলে নুর আলম(৩০)নামে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন ।তিনি মিয়ার হাট থেকে বাইক যোগে লক্ষিপুর কর্মস্থল রওনা দেন। তিনি সিভিট এনজিও তে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন, তার বিদেহী আত্তার মাগফেরাত কামনা করাছি।ঘটনা স্থান পরিদর্শনে প্রথমে আসেন বাংলাবাজার পুলিশ ফারির এইচ আই গোলাম মোস্তফা এবং ভোলা সদর থানার এইচ আই কাজল তার ফোচ নিয়ে আসেন,এইচ আই কাজল বলেন হেলমেট পড়া সত্ত্বেও মাথায় গুরুতর আঘাত লেগে তার মৃত্যু হয়।ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলে আমরা আইন গত ব্যবস্থা নিবো।