ষ্টাপ রিপোর্টার।। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকার সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল সহ দিনভর কর্মসুচি পালন করেছেন ভোলার মানুষ ও দলটির নেতাকর্মীরা।বুধবার (৬ এপ্রিল) ভোলার উকিল পাড়ার শান্তনীড়ে বিজেপি চেয়ারম্যান সাবেক এমপি প্রয়াত নাজিউর রহমানের ছেলে আন্দালিভ রহমান পার্থ ও ব্যারিস্টার ওয়াসিকুর রহমান অঞ্জন ভোলা জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ, সদর উপজেলা সভাপতি মোঃ আবদুজ জলিলসহ ভোলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও পেশাজীবী সংঘঠনের নেতারা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নাজিউর রহমান মঞ্জু ১৯৪৯ সালের ১৯ মার্চ জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ৬ এপ্রিল মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের সময় ৯নং সেক্টরে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং ভোলাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। নাজিউর রহমান ১৯৬৯ সালের গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। জাতীয় পার্টির মহাসচিবসহ পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি। ঢাকা সিটি কর্পোরেশনর মেয়রসহ দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্বও পালন করা এ নেতা ২০০৮ সালের ৬ এপ্রিল লিভার সমস্যার কারনে মৃত্যুবরণ করেন।