ভোলায় সাইক্লোন ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ বিতরন

সিমা বেগম ভোলাঃভোলায় ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজ,তারপলিন ও হাইজিন প্যাকেজ বিতরণ করা হয়েছে।শুক্রবার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সামগ্রি বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে এ সামগ্রী বিতরন করা ।ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২৫’ শ পরিবারে জন্য খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রতি পরিবারকে শুকনো খাবার ও ফুড প্যাকেজ বিতরন করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কর্মকর্তা ও ভলেন্টিয়ার উপস্থিত এ সময় উপস্থিত ছিলেন।ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলা ভোলার ৫টি উপজেলার এগারো হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আশিংক বিধ্বস্ত ৭৭৩০ টি ঘর। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৩৫৭৯ টি ঘর।জেলার ৫ টি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়া পূর্ণিমার প্রভাব থাকায় নদী পানি এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় জেলার ২৩ চরের ৬৮ হাজার মানুষ এখনও পানিবন্দি অবস্থায় অছে।

SHARE