বোরহানউদ্দিন প্রতিনিধি।।বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক এর পাশে থাকা সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মান করার অভিযোগ উঠেছে নিরব সওদাগর গংদের বিরুদ্ধে
সরজমিনে গিয়ে জানা যায়,ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহা সড়ক সংলগ্ন বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার ও কুন্জেরহাট বাজারের মধ্যেবর্তী লেবুকাটা,মুসলিম পাড়া নামক এলাকায় সরকারি খাল দখল করে পাকা দোকান ঘর নির্মাণ দৃশ্যমান করেছেন মোঃ নিরব সওদাগর ও তার দুই ছেলে মোঃ মিজান সওদাগর এবং মোঃ জুয়েল সওদাগর।
এলাকা সূত্রে আরো জানা যায়,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যাক্তিরা এই সরকারি খালটি দখল করে ভবন নির্মাণ করে আসছেন।প্রশাসনের পক্ষ থেকে এখনি অবৈধ দখল বাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে ক্রমন্বয়ে বিলুপ্ত হবে খালের নব্যতা।
আরো জানা যায়,উক্ত খাল দিয়ে আশেপাশের পানি নিষ্কাসন হয়।খালটি দিয়ে পানি চলাচল বন্ধ হলে দশ গ্রামের মানুষ চরম বিপাকে পড়তে হবে।
এ ব্যাপারে,মোঃ নিরব সওদাগর এর ছেলে মিজানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘর নির্মান করতেছি এলাকার চেয়ারম্যান ও মেম্বার দেখছে কই আমাদের তো কোন বাঁধা দেয়নি।