ভোলায় শ্রমিক কল্যান ফেডারেশনে সম্মেলন অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক

ভোলাঃ ভোলায় জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে ভোলা শহরের জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ কবির আহমদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাষ্টার মোঃ জাকির হোসাইন।

বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনকটি সব সময় তৎপর ছিলো এখনো আছে। শ্রমিকদের বৈষম্য দূরীকরণের জন্য কাজ করছে সংগঠন। এছাড়াও
সম্মেলনে মোঃ ইসমাইল হোসেন মনিরকে জেলা সভাপতি ও বেলায়েত হোসেনকে, সাধারণ সম্পাদক, মোঃ ইয়াসিন আরাফাতকে সাংগঠনিক সম্পাদক করে আগামী (২০২৫ -২৬) সালের জন্য নির্বাচনের মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি ঘোষণা করা হয়।পরে সম্মেলন শেষে ভোলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE