—————-
আমজাদ হোসেন!
ভোলা সদর উপজেলার শিবপুর উইনিয়নে ৪ নং ওয়ার্ডে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ৮ টার দিকে বেড়ীর পারে মাদ্রাসা সংলগ্ন ডাঃরিপনের ঔষধের দোকান বৈদ্যুতিক শর্টে আগুন লেগে পুরে যায়।
স্থানীয় কিছু লোকজন জানায় সকাল বেলা আমরা চায়ের দোকানে চা খাচ্ছি হঠাৎ করে রিপন ডাক্তারের দোকানে একটি শব্দ হলো কিছুক্ষন পরেই আমরা দেখতে পেলাম দোকানটির বিতর আগুন জ্বলছে,তাৎক্ষণিক আমরা পাশে একটি মাদ্রাসা আছে সেখান থেকে লোকজন ডেকে নিয়ে আগুন নিবানোর চেষ্টা করি,ততক্ষণে আগুন চার দিকে ছরিয়ে দোকানের সকল ঔষধ পুরে ছাই হয়ে যায়।
এলাকাবাসী আরো জানায় রিপন ডাক্তারের দোকানের পাশে আরো কয়েকটি দোকান ও একটি মাদ্রাসা রয়েছে,তাৎক্ষণিক যদি আমরা আগুন নিবাতে না পারতাম আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিলো।
ক্ষতিগ্রস্ত ডাঃরিপন জানায় সকাল বেলা আমার পাশের দোকানদার ফোন দিয়ে বললো আমার দোকানে আগুন লেগেছে,শুনে আমি দোকানের দিকে এসে দেখি আমার দোকানের বিতর যত ঔষধ ছিলো সকল ঔষধ আগুনে পুরে ছাই হয়ে গেছে এতে আমার প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ঔষধ পুরে গেছে।তিনি আরো বলেন তার দোকানের বিতর থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।