মোঃ আরিয়ান আরিফ
আজ ৭ অক্টোবর পুলিশ সুপার, ভোলার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ভোলার সঞ্চালনায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে শারদীয় দূর্গা পূজা-২০২০ উপলক্ষে আইন শৃংখলা রক্ষা সক্রান্তে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনাব মোঃ শফিকুল ইসলাম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সভায় যুক্ত থেকে পূজা চলাকালীন, পূর্ববর্তী ও পরবর্তী করনীয়/বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। দূর্গা পুজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও ফোর্স মোতায়েন, প্রাক পূজা নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে, পূজা উদ্যাপন কমিটির করনীয়/বর্জনীয়, পূজা চলাকালীন নিরাপত্তা, প্রতিমা বিসর্জন এবং পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে, মনিটরিং সেল ও কন্ট্রোলরুম স্থাপন সংক্রান্তে বিভিন্ন বিষয়ে সভাপতি জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোহাম্মদ আবুল কালাম আজাদ, ডিআইও -১, ভোলা প্রেসক্লাবের সভাপতি সহ ভোলা জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।