টিপু সুলতান।।
ঢাকা থেকে ছেড়ে আসা ভোলার ইলিশা গামী আল-ওয়ালিদ (৪) লঞ্চে রাত সাড়ে আটটায় ইলিশা দন্তত কেন্দ্রের পুলিশ ইলিশা ঘাটে লঞ্চের ভিতর অভিযান চালিয়ে মালিক বিহিন ২ গাইট অবৈধ পলিথিন জব্দ করে। জব্দকৃত পলিথিনের ওজন প্রায় ১শ’ ৯২ কেজি। অনেক খোজা-খুঁজির পরও এই গাইটের কোন মালিক পাওয়া যায়নি।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ তাজিব ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আল-ওয়ালিদ লঞ্চযোগে কিছু পলিথিন আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই লঞ্চে অভিযান পরিচালনা করে মালিক বিহীন দুই গাইট অবৈধ পলিথিন জব্দ করা হয়। লঞ্চ থেকে জব্দকৃত পলিথিন আইনি প্রক্রিয়া শেষে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।