জামিল হোসেনঃ
ভোলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা গরিব-অসহায় রোগীসহ সাধারণ মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে একটি দালাল চক্র দীর্ঘদিন থেকে তাদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে নিয়ে যেত। এরপর উচ্চমূল্যে ওষুধ সরবরাহ করাসহ বিভিন্ন খাত দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে আসছিল অতিরিক্ত টাকা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে ওই দালাল চক্রের পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
আটককৃতরা হলো- আব্দুল কালাম (৬০), মো. কাসেম (৬০), মো. আক্তার মিয়া (৪৫), মো. আহাদ (২৪) এবং মো. হোসেন (২৮)। তারা সবাই ভোলা পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
আটকের সত্যতা স্বীকার করে র্যাব-৮-এর ভোলা ক্যাম্পের ডিএডি মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলা সদর হাসপাতাল থেকে ওই পাঁচজন দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ানুর ইসলাম চারজনকে এক মাসের কারাদণ্ড ও একজনকে ৫শ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন