ফয়সাল আহমেদ, বোরহানউদ্দিন (ভোলা):
পুরো ভোলা যখন করোনা ভাইরাস আতঙ্কে অঘোষিত লকডাউনে। তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোলা বোরহানউদ্দিনে প্রতিবন্ধী ও খেটে খাওয়া মানুষের প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী রাতের আধারে প্রতিবন্ধী ও খেটে খাওয়া মানুষের বাড়ী বাড়ী গিয়ে এসকল খাদ্য সামগ্রী নিয়ে বিতরণ করেন।
শনিবার রাতে এসকল দ্রব্য বিতরণ করা হয়।
এসময় কুতুবা ইউনিয়ন ৩নং ওয়ার্ডে প্রতিবন্ধি মনির ও রাসেল কে বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মিলন বাজার হতে সাহাবুদ্দিনের বউ স্থানীয় সংসদ সদস্য কে খাদ্য সামগ্রীর জন্য ফোন করায় ওই বাড়ীতে রাতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন মানবিক এ উপজেলা নির্বাহি অফিসার।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া।
উপজেলা নির্বাহি অফিসার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র নির্দেশে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে সকল ইউনিয়নে খেটে খাওয়া ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।