মোঃ আরিয়ান আরিফ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা শাখার উদ্যোগে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের শান্তিরহাট বাজার যুব ওলামায়ে কেরামদের একটি কাফেলাকে নিয়ে দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮ টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা শাখার উদ্যোগে দক্ষিণ দিঘলদী শান্তিরহাট বাজার যুব ওলামায়ে কেরামদের একটি কাফেলাকে নিয়ে দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয় । প্রধান অতিথির আলোচনায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলার শাখার সভাপতি মুফতী সাখাওয়াতুল্লাহ আমিন বলেন, সন্ত্রাস চাদাবাজ গুম খুন ধর্ষণ সহ যে সকল অনৈতিক কাজ চলমান তা কখনো ইসলাম সমর্থন করেনা, এর এক মাত্র কারন দেশে কুরআনের আইন না থাকা। তাই নিতি সকল দ্বীনি ভাইদের প্রতি আহ্বান করেন, আসুন এ’লায়ে কালিমাতুল্লাহ তথা দ্বীন বিজয়ের লক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।