আকতারুল ইসলাম আকাশ,ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার মনপুরায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মনপুরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ঢালী মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মতিন ফরাজীর ছেলে বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রিয়াজ মোটরসাইকেল চালিয়ে ঢালী মার্কেট সংলগ্ন আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিয়াজের মৃত্যু হয়। আহত অপর মোটরসাইকেল চালককে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন।