ভোলায় মেহেন্দি মালেকের অপকর্মের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

 

 

মনজু ইসলাম।।ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনয়নের আবদুল মালেক ও তার গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজী ও হামলা লুটপাটের অভিযোগে থানায় মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে তালিকাভুক্ত আসামিরা।এদিকে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।তাই কাচিয়া ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারী আবদুল মালেকসহ গ্রুপের সদস্যদের দ্রুত গ্রেফতার করার দাবিতে আজ বুধবার(২৪ নভেম্বর) বেলা ১২টাশ ভোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।কাচিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব এলাকাবাসীর পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য অভিযোগ করে বলেন, আবদুল মালেকের নেতৃত্বে প্রতিদিন পরানগঞ্জ কাঠির মাথা এলাকায় জুয়ার আসর বসে। সেখানে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন অটো বোরাক থেকে ২০ টাকা,কাঁকড়া ট্রলি থেকে ২০০ টাকা এবং বড় ট্রলি থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এছাড়াও নদী ভাঙ্গনের শিকার পরিবার গুলোকে আবদুল মালেকের নানা অত্যাচার সয্য করতে হয়।এমত অবস্থায় চাঁদাবাজ মেহেন্দি মালেকের অপকর্মের বিচারের দাবীতে এলাকাবাসীর পক্ষে সাংবাদিক সম্মেলন সম্মেলন করা। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গত (১৭নভেম্বর) মাইনুদ্দিন তার ট্রলিতে বালি নিয়ে যাওয়ার সময় মেহেন্দি মালেক ৫শত টাকা চাঁদা দাবি করে।ট্রলি চালক মাইনুদ্দিন চাঁদা না দেওয়ায় মেহেন্দি মালিক বালু বোঝাই ট্রলিটি চাঁদার জন্য আটকিয়ে রাখে।এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মেহেন্দি মালেক কে একটি দোকানের ভিতরে আটকে রাখেন।খবর পেয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় মেহেন্দি মালেক কে পুলিশ আটক করে। লিখিত বক্তব্যে মেহেন্দি মালেকসহ চক্রের সদস্যদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

SHARE