ভোলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের প্রতিষ্টাবার্ষিকী পালিত

 

 

মনজু ইসলাম / টিপু সুলতানঃ

কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নির্দেশনায় ভোলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রুবার রাত ৮ টার সময় ভোলা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নতুন বাজার সমবায় মার্কেটের তৃতীয় তলা নিজ অফিস কার্যালয় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে কেক কেটে অতিথিরা প্রতিষ্টাবার্ষিকী পালন করেন।
জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সহিদুর রহমান জিল্লুর সভাপতিত্বে এবং জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক আনোয়ার পাশা বিপ্লব তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ,জেলা আঃলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের নির্বাহি কমিটি সদস্য আনোয়ার হোসেন শামিম, বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষক ফোরামের কমিটির সভাপতি মোঃ সেলিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহাবায়ক আবিদ আলম, যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন,জেলা কৃষকলীগের সভাপতি মামুন, পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আঃলীগ নেতা আনোয়ার হোসেন ছোটন সহ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দরা।

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নব নির্বাচিত উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দরা অতিথিদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় অতিথিরা বলেন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সারা বাংলাদেশের ন্যায় ভোলা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ অনেক বেশি সক্রিয় ও শক্তিশালি।

SHARE