এন আল মাসুদঃ
ভোলায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসি। যৌতকের জন্য তাকে হত্যা করে আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করছেন মনিরের পরিবার।
আজ বেলা ১২ টার দিকে গৃহবধু নুসরাত জাহান মিম(২৮) এর হত্যার দাবিতে ভোলা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করেন এলাকাবাসী ও স্কুল ছাত্র- ছাত্রী।এ সময় ঘন্টা খানেক রাস্তা অবরুদ্ধ থাকে। নুসরাত জাহান মিম দৌতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা এলাকার মেয়ে । তার বিয়ে হয়েছিল ভোলা সদর উপজেলার উত্তর জয় নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তালতোলীর মোঃ মনির( ২৮) এর সাথে ৪ বছর পূর্বে।বিবাহের ৩ বছর পর তাদের ঘরে জন্ম নেয় একটি ছেলে সন্তান ।বিবাহের পর থেকেই মনির নুসরাত জাহান মিমের পরিবারের কাছ থেকে যৌতুকের টাকা চায়।গরিব মুক্তিযোদ্ধার পরিবার যৌতুকের টাকা না দিতে পারায় শুরু হয় পাশবিক নির্যাতন।নুসরাতের মা জানান -বিবাহের পর থেকেই আমার মেয়ের ওপর মনিরের পরিবার যৌতুকের চাপ দেয়।আমি মা হয়ে মেয়ের যৌতুকের না দিতে পারায় মনিরের মা, বোন ও ভাই মিলে আমার মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আমার মেয়েকে হত্যা করে। আমার মেয়ে হত্যা হওয়ার আগে আমি বিষয়টি মোঃ সোহাগ মেম্বারকে জানালে তিনি আমলে নেন নি। নুসরাতের ঘরের ১ বছর ৩ দিনের ছেলে সন্তানটি এখন কাকে মা বলে ডাকবে।আমি মাননীয় প্রধানমণ্ত্রী শেখ হাসিনার কাছে এর উপযুক্ত বিচার চাই।