মনজু ইসলাম/টিপু সুলতানঃ
যোগদানের ১ মাস না যেতেই ভোলার জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহ কে বদলী করা হয়েছে। তার যায়গায় আসছেন জয়পুরহাটের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ এ,বি,এম মাহমুদুল হক। ১ মাসে ভোলার আদালতের কয়েকটি আদেশে হতবাক ভোলার বিচার প্রার্থীরা।
২৩ সেপ্টেম্বর ভোলার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করে বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সততার সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন মোঃ শহীদুল্লাহ এসময় সাংবাদিকদের আরো বলেন, ভোলার বিচার নিতে এসে বিচারপ্রার্থী মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবো। এককভাবে বিচারকের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়, এ জন্য বিচার কাজে সংশ্লিষ্ট সবার সহযোগীতা প্রয়োজন। আমি চেষ্টা করবো বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত সকলের সহযোগীতা ও আন্তরিকতা পেতে।
ভোলার বিচারঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তি নবাগত জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ বরিশালের করাপুরে জন্ম নেয়া এই কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সম্মান সহ মাস্টার্স পাশ করেন। ১৯৯৯ সালে যোগ দেন বিচার বিভাগে। অত্যান্ত সততা, দক্ষতা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন বিভিন্ন জেলায়। সর্বশেষ ভোলায় আসার পূর্বে স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ পদ মর্যাদায়) হিসেবে পটুয়াখালী বিচার বিভাগে দায়িত্ব পালন করেন। গতকাল ১৭ অক্টবর শেখ গোলাম মাহবুব উপসচিব -১ প্রশাসন সাক্ষরিত এক আদেশে ভোলার জেলা ও দায়রা জজকে ঝালকাঠির জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। সাথে সাথে জয়পুর হাটের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ এ,বি,এম মাহমুদুল হককে ভোলার জেলা ও দায়রা জজ হিসেবে বদলী করা হয়েছে। প্রায় ৫ বছর পর ভোলার জেলা জজ ফেরদৌস মাস না যেতেই ভোলার জেলা জজের বদলি হতবাক হয়েছেন ভোলার বিচারাঙ্গনের কর্মরতরা ও বিচার প্রার্থী অসহায় মানুষ।