ভোলা প্রতিনিধিঃ-
ভোলা জেলার সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সিকদার বাড়িতে গত ৩০/০৫/২০২০ ইং তারিখে রাত ১২ টায় মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন রিয়াজ সহ অন্যান্যরা।এতে ঘটনাস্থলে ৫ জন গুরুতর আহত হয়।আহত ব্যক্তিরা হলেন ১।রিয়াজ(২০) ২।মান্নান শিকদার(৪০) ৩।সিরাজ শিকদার(৩৭) ৪।রাজীব (১৫) ও সেলিম(৫৫)
পরে স্থানীয়রা তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করেন।তারা এখন পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তিরত আছেন।তবে আহতদের মধ্যে সিরাজের অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
আহত সিরাজ বলেন- “শাহাবুদ্দিন ও তার স্ত্রী কহিনুর দীর্ঘদিন অবৈধ ব্যবসা করে আসছে।গত ৩০ মে ইলিশা পুলিশ পাড়ির টিম শাহাবুদ্দিনের বাড়ি তল্লাশী করে।তল্লাশী শেষে পুলিশ যাওয়ার পর সন্দেহজনকভাবে বশির (৪০),মাকসুদ(২৯),শাহাবুদ্দিন (৩০),সেলিম(৫০) ও আনেয়ার আমার ছেলে,ভাতিজা ও আমাকে দা,বগি,ও রামদা দিয়ে বেগতিক মারধর করে আমাদেরকে রক্তাক্ত ও যখম করে।
তবে অন্যান্যদের চেয়ে সিরাজের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
এদিকে ইলিশা পুলিশ পাড়ির অভিযান পরিচালনাকরি এএসআই জনাব সুজন জানায় ” আমরা গোপন তথ্যের ভিত্তিতে গত ৩০ই মে রাত ১১টায় শাহাবুদ্দিনের বাড়ি তল্লাশী করি।তবে কোন অবৈধ মালামাল পাইনি বলে শাহাবুদ্দিন ও তার স্ত্রী কহিনুরকে কঠোর হুশিয়ারী ও আত্মসমর্পণ করার নির্দেশনা দিয়েছি।
তবে হামলাকারীদের বিরুদ্ধে সদর থানায় মোসাঃজোসনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।