ইয়াছিনুল ঈমনঃ
ভোলা নিউজ-২৪.০৪.১৮
ভোলায় মাতৃদুগ্ধ, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ বিয়ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এই শ্লোগান নিয়ে ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক আয়োজিত সিভিল সার্জন ডাঃ রতিন্দ্রনার্থ মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, ভোলা কৃষি সম্প্রসারণ এর উপ পরিচালক প্রশান্ত কুমার শাহ, ভোলা সদর হাসপাতালের শিশু কনসাল্টডেন্ট ডাঃ মোঃ আঃ কাদের প্রমুখ। এসময় বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স লনা করেন, ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন।
এসময় বক্তারা মাতৃদুগ্ধ, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।