টিপু সুলতান ঃ বন্ধুত্ব শব্দটি যেন বিশ্বস্ততা আর নির্ভরতার প্রতীক। এ বন্ধন চিরন্তন, শাশ্বত, সার্বজনীন। যা বলার সঙ্গে সঙ্গেই আমরা এক ধরনের স্বস্তি খুঁজে পাই। বয়স-সময়-স্থান সব ছাপিয়ে এই শব্দটি আমাদের একাকার করে দেয়। শব্দটি যেন খুব কাছের। আমাদের এই ব্যস্তময় সারাদিনের কাজের শেষে বিকেল বেলায় যখন বন্ধুরা এক হয়ে আড্ডা দেওয়া হয় তখন কিছুটা হলেও মনের ক্লান্তি দূর হয়ে যায় এই আড্ডা আসলে আড্ডা নয় এ যেন এক প্রাণের বন্ধন মনের খোরাক অনেক না বলা কথার এক মাধ্যম। কিন্তু বিয়ের ফলে হারিয়ে যাচ্ছে এই আড্ডাগুলো হারিয়ে যাচ্ছে এই আবেগ এই ভালোবাসা একটা মনের মৃত্যু হয়ে যায় তখনি, বন্ধু তখন আর বন্ধু থাকেনা বন্ধু হয়ে যায় তার বউর বাদ্যগত স্বামী, ভুলে যায় তার সেই আড্ডা ভুলে যায় আবেগ ভালোবাসা ভুলে যায় সেই প্রাণের বন্ধুদেরকে যাদের সাথেই ছিল তার সব থেকে সুখময় দুঃখময় স্মৃতি। এই হারিয়ে যাওয়া বন্ধুদেরকে নিয়েই এই কমিটি ঘোষণা করা হয়েছে।