এম.এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।।
আজ শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ভোলার মিহির লাল সাহার মাঠ ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজা মন্ডপ ও শতদল বিকাশ খেলার মাঠ পূজা মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত। সুমন বনিক ও সমর কর্মকার এর সভাপতিত্বে, উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথী ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন,ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকীব,উপজেলা পরিষদের ভাইচ চেয়্যারম্যান মোহামদ ইউনুস,অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ,জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক সহধর্মিনী সাহেলা সোহানী, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, যুগ্ম-সম্পাদক অসীম সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার, পৌর কাউন্সিলর ওমর ফারুক, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সম্পাদক জয় দে।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অন্যন্য এক উদাহরণ বিশ্বে। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ কি খ্রিষ্টান সবাই এখানে ভাই ভাই। এক ভাইয়ের বিপদে আরেক ভাই দৌড়ে চলে আসে। পরে উদ্ভোধন শেষে মন্ডপগুলোতে ছিলো বিশেষ নৃত্য অনুষ্ঠান ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথীবৃন্দ।