ইমরান মুন্নাহঃ
ভোলায় আজ অনলাইনে জামিনের আবেদন নিয়েছেন জেলা ও দায়রা জজ ডক্টর এবিএম মাহমুদুল হক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক। আজ মেইলেে পাঠানো আবেদনের প্রেক্ষিতে জেলা জজ ও চীফ জুডিসিয়াল জামিনের শুনানীর জন্য আগামী কাল ভিন্ন ভিন্ন ভাবে সময় নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময়ে কোর্ট থেকে এ্যাপস এর মাধ্যমে মামলার নিযুক্ত আইনজীবীর সাথে অনলাইনে যুক্ত হবেন সংশ্লিষ্ট বিচারকরা। কয়েক দিন ধরে ভোলার বিচার প্রার্থীদের বিচার নিশ্চিতের জন্য এ নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছিলেন জেলা ও দায়রা জজ ডঃ এবিএম মাহমুদুল হক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদ আলম।
ভার্চুয়াল কোর্ট নিয়ে ব্যাপক সারা পড়েছে ভোলার আদালত পাড়ায়। বিচার পার্থীদের অভিবাবকরা অনেকদিন পরে কোর্টে কাজ শুরু হওয়ায় জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে নতুন নিয়মের কোর্ট নিয়ে সিনিয়র আইনজীবীরা হতাশা প্রকাশ করলেও কোর্ট শুরু হচ্ছে এ নিয়ে স্বস্তিও প্রকাশ করেছেন। তাদের দাবী জজরা এজলাসে উঠে প্রয়োজনে কেবলমাত্র মামলার নির্ধারিত আইনজীবী ও বিরোধী পক্ষের আইনজীবীকে ডেকে সামাজিক দুরত্ব বজায় রেখে শুনানী করার।
ভোলার সচেতন মহলের দাবীও ঠিক সিনিয়র আইনজীবীদের মতই। জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু ভোলা নিউজকে বলেন, সুবিচার নিশ্চিতের জন্য সিনিয়র আইনজীবীদের দাবী মোতাবেক কোর্ট পরিচালনা করবেন এবং ভোলা আইনজীবী সমিতি ও বিচার বিভাগ সমন্বয় করে কাজ করে যাবেন।