ভোলায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কেন্দ্র করে সাংবাদিকদের উপরে হামলা।

মিলি সিকদার,
ভোলা আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচন কেন্দ্র করে সাংবাদিকদের উপরে হামলা করা হয়,বোরহানউদ্দিন উপজলা কাচিয়া ২নং ওর্য়াডে সকাল থেকেই নির্বাচন চলছিলো কিছু সময় ভোট গ্রহনের পরেই,সেখানে গনমাধ্যম উপস্থিত হয়,উপস্থিত হওয়ার পরেই,সেখানে র‌্যাব সদস্যদেরকে দেখতে পায়,র‌্যাব সদস্যরা গনমাধ্যমের উপরে আস্থা রেখে সেখান থেকে চলে যায়,গনমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের সময় জাল ভোট দিতে দেখে তখন তারা পিজাইডিং অফিসারকে ব্যাপারটি যানায়,পিজাইডিং অফিসার আনোয়ার উল ইসলামকে যানানো হলে সে একজন জাল ভোট দেওয়া মহিলাকে ছেড়েদেন বলে ভুল হয়েগেছে,সংবাদ কর্মীরা জেলা প্রশাসকে অবগত করলে জেলা প্রশাসক কর্রমত পুলিশ অফিসারকে ব্যবস্থা নেওয়ার নিদের্শ দেন। তার কিছু সময় পরে আরেকটি বুতে সংবাদিক (এরশাদ) ও মিলি সিকদার গেলে সেখানে ও জাল ভোট দেখতে পায় তারা।
তারা পিজাইডিং অফিসারকে অবগত করলে, তখন আগরতলা স্বরযন্ত মামলার আসামি আজিজ মিয়ার ছেলে আকবার হাওলাদার,আমজাদ হাওলাদার ও একাদিক দূরবিত্ত কারিরা অতিরিক্ত হামলা চালায়,সাংবাদিক এরশাদের উপরে,পরে তারা সাংবাদিক এরশাদ ও মিলি সিকদারকে অবরুদ্দো অবস্থায় রাখে,পরে প্রশাসন তাদেরকে উদ্ধার করে। সাংবাদিকদয় এই অতিরিক্ত হামলায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

SHARE