ভোলায় বেশিক এর ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন

//মোঃ আশরাফুল আলম //
ভোলা সদর উপজেলা শাখার বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন২০২১ শনিবার সকাল ১০ টায়, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার একাত্মতা প্রকাশ করেন এবং দেশের সকল শিক্ষকদের নায্য অধিকার নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আকুল আবেদন জানান। আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির (কামাল) স্যারের সভাপতিত্বে ও ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবি-আব্দুল্লাহ’র সঞ্চালনায়, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল হাসান সেলিম, কেন্দ্রীয় সভাপতি (বেশিক), ব্যাংকের হাট কো-অপারেটিভ কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ, কবি মোজাম্মেল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান, সহকারি অধ্যাপক ও বাকশিস-এর ভোলা জেলার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ভোলা জেলা কমিটির সভাপতি আবু তাহের, কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক, পাংগাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান রিপন, ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন, চন্দ্র প্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব, কেন্দ্রীয় ও জেলা এবং উপজেলার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত সম্মেলনে মোঃ টিপু সুলতানকে সভাপতি, মোঃ মুছা কালিমুল্লাকে সাধারণ সম্পাদক, মোঃ মাকসুদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ভোলার কৃতি সন্তান রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হাসান সেলিমকে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করায়় ভোলা জেলা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব, প্রয়াত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

SHARE