মনজু ইসলাম/ টিপু সুলতানঃ
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে ভোলায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বেলা ১২ টার পর থেকে অন্ধকার হয়েগেছে ভোলা। মেঘনার পানি কমে গেলেও উত্তাল রয়েছে চরফ্যাশনের বঙ্গোপসাগর। শক্তিশালী হয়ে এটি উপকূলের দিকে ধেয়ে আসছে। ৯ই নভেম্বর রাতে অথবা ১০ নভেম্বর সকালের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি খুলনা, বরিশালের ও ভোলার উপকূল ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। তবে ভোলার ৭ উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন সকাল থেকে আকাশ মেঘাচ্ছন রয়েছে সময় যত যাচ্ছে বৃষ্টির পরিমান ও বৃদ্ধি পাচ্ছে।