আল-আমিন এম তাওহীদ,ভোলানিউজ.কম,
‘‘সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের সুযোগ সৃষ্টি’’ এ স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ‘‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’’ উদযাপন হয়েছে।
১৭মে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, এডিএম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, বিটিভির ভোলা প্রতিনিধি এমএ তাহের, প্রেসক্লাব সাবেক সভাপতি এম হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে বিশ্বের সকল কিছু টেলিযোগাযোগের মাধ্যমে সেবাসমূহ ভোগ করা এবং টেলিযোগাযোগের গুরুত্ব অপরিসীম।
(আল-আমিন এম তাওহীদ, ১৭মে-২০১৮ইং)